
সবশেষ, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় তরুণ আলেম উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনানকে বৃহস্পতিবার (১১ জুন) রাত আড়াইটার সময় রাজধানীর গাবতলী থেকে গুম করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রংপুর থেকে ঢাকা আসার পথে ড্রাইভার সহ ৩ জনকে তুলে নিয়ে যায় প্রশাসনের লোকেরা। তবে এ বিষয়ে এখনো সরকার স্বীকার করেনি। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে কেউ জানেন না।
একাধিক সূত্র জানিয়েছে, আবু ত্বহা মুহাম্মদ আদনানসহ চারজনকে তুলে নিয়ে গেছে ‘প্রশাসনের লোকেরাা’। পবিরবার ও তাদের ভক্তরা বিভিন্ন জায়গায় খোজ নিচ্ছেন। কিন্তু কেউ স্বীকার করছে না।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক আলেমকে গ্রেফতার ব্যাপক নির্যাতনের পর কারাগারে পাঠানো হচ্ছে। সরকার তার জুলুমের শাসন কায়েম রাখতে এসব আলেমকে ধরার আগে তাদের বিরুদ্ধে তথাকথিত “জঙ্গিবাদের” কার্ড ব্যবহার করছে। আর এ কাজে সরকারকে সহায়তা করছে বিক্রি হয়ে যাওয়া কিছু আওয়ামী সাংবাদিক আওয়ামী কথিত বুদ্ধিজীবীর দল। গুম মানবাধিকারেরর চরম লঙ্ঘন। কিন্ত তারা এই বিষয়ে কোন কথা বলেন না। বরং নীরবে আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন করেন।
হেফাজতের ইসলামের নেতাদের গ্রেফতার ও দমন-নিপীড়নে প্রাথমিকভাবে সফল হওয়ার পর জনপ্রিয় তরুণ আলেমদের ওপর নির্যাতন শুরু করেছে আওয়ামী লীগ।
সম্প্রতি তরুণ ইসলামী বক্তা আলী হাসান উসামাকেও “জঙ্গিবাদের” তকমা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে ব্যাপক নির্যাতন করেছে আওয়ামী পুলিশ।