কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. আকতার হোসেন প্রকাশ কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালি স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আকতার হোসেন প্রকাশ কালু মিয়া (৩৫)।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার
ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের
রঙ্গীখালি স্কুলপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।রঙ্গীখালি স্কুলপাড়ায় অপরাধমূলক কর্মকান্ড সংঘটনের উদ্দ্যেশে জনৈক ব্যক্তির বসত ঘরে আগ্নোয়াস্ত্র মজুদের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যরা সন্দেহজনক বাড়ীটি ঘিরে ফেললে এক ব্যক্তি অভিযানের বিষয়টি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার শয়ন কক্ষের একটি বক্সের ভিতরে রাখা অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে টেকনাফ মডেল থানায় তিনটি মামলা রয়েছে। ”
তিনি আরো জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিদেশী পিস্তলসহ কালু মিয়াকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।