কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে মোহাম্মদ ইসলাম (৪৬) নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত মোহাম্মদ ইসলাম হ্নীলা ইউনিয়নের লেদা পূর্ব পাড়া মৃত কামাল হোছাইনের ছেলে।
বৃহস্পতিবার রাতে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নিজ দোকান থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ে অবস্থান করা মুখোশধারী সন্ত্রাসীরা। এসময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে।
লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. আলম বলেন, ‘প্রকাশ্যে গুলি ছুড়ে স্থানীয় ব্যবসায়ী অপহরণের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আতংক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের কাঁচা বাজার ও জনসমাগম স্থানে পাহারার ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে’।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুর রহিম বলেন, স্থানীয় বাসিন্দা মো. ইসলাম নামে একজন ব্যবসায়ীকে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মী করে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এসময় অপহরণকারীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।’