আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ভর্তুকি মূল্যে ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন উপকারভোগী পাচ্ছে টিসিবির পণ্য। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ১ম পর্যায়ে ৮ উপজেলা, ৪টি পৌরসভায় ১৭টি স্পটে ১১ জন ডিলার ১৬ হাজার ৬৩৯ জন কার্ডধারী পরিবার পাবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল ও ২ কেজি চিনি।
শনিবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করার আলোকে কক্সবাজারেও এই কার্যক্রম শুরু হচ্ছে। শুধু মাত্র কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। বিক্রয় কার্যক্রমে কোন রকম বিশৃঙ্খলা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিন আল পারভেজ, জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।