আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার প্রস্তুতি সভা গতকাল ২১ অক্টোবর বিকালে কক্সবাজারের অভিজাত এক হোটেলে অনুষ্ঠিত হয়।
নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের গৃহীত কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা।
২২ অক্টোবর সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসন চত্বর থেকে র্যালী শুরু হয়ে পরবর্তীতে আলোচনা সভায় মিলিত হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের গৃহীত কর্মসূচীতে দলমত নির্বিশেষে সকল স্তরের জনসাধারণের অংশগ্রহণের জন্য বিনীত আহবান জানিয়েছেন নিসচা’র কক্সবাজার জেলা সভাপতি জসিম উদ্দিন কিশোর।
প্রেস বিজ্ঞপ্তি