-
সামরিক পোশাক পরে টেলিভিশনের টক-শো\’তে উপস্থিত হন জেনারেল দেহকান; হাতে শহীদ সোলাইমানির ছবি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ নেয়া হবে। বুধবার সকালে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আগে মঙ্গলবার রাতে ইরানের দুই নম্বর টিভি চ্যানেলের এক বিশেষ টক-শো’তে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেনারেল দেহকান তার দেশের কুদস ফোর্সের প্রধানসহ ইরান ও ইরাকের ১০ জন সেনা কমান্ডারের ওপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমেরিকা এই জঘন্য পদক্ষেপের এমন দাঁতভাঙা জবাব পাবে যাতে তার চিরদিনের জন্য শিক্ষা হয়ে যায়।তিনি গত কয়েকদিনে ইরাকে মার্কিন সন্ত্রাসী সেনাদের তৎপরতার কথা উল্লেখ করে বলেন, জেনারেল সোলাইমানিকে শহীদ করার পর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় হতবিহ্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার দিন থেকে প্রমাণ করেছেন তিনি একজন ‘পুরোদস্তুর ইহুদিবাদী’ এবং তার সমস্ত তৎপরতা ইসরাইলকে খুশি করার লক্ষ্যে পরিচালিত হয়।
ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ট্রাম্পকে যদি জবাব দেয়া না হয় তাহলে সে বিশ্বের যেকোনো প্রান্তের প্রতিটি দেশকে এভাবে হুমকি দিতেই থাকবে।জেনারেল দেহকানের এ সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই ইরাকে মধ্যাঞ্চলে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।#
পার্সটুডে