গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের বিমান হামলায় তিনি ‘ক্ষুব্ধ’। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৪ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, অনলাইনে এক ব্রিফিংয়ে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসবাদী রাষ্ট্রের নির্মমতায় আমরা শোকার্ত ও ক্ষুব্ধ।’
তিনি বলেন, ‘জেরুজালেমের উচিত মানবতার প্রতি সম্মান দেখিয়ে ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো।’
এরদোয়ান বলেন, ‘যারা নিরব থাকে বা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করে তাদের জেনে রাখা উচিত, একদিন তাদেরও এই পরিস্থিতি আসতে পারে।’ জেরুজালেমে শান্তি নিশ্চিত করার জন্য নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেয়া ‘জরুরি’, বলেন তিনি।
এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলি নিপীড়নের বিষয়টি পুরো বিশ্ব উপেক্ষা করলেও তুরস্ক চুপ থাকবে না।’