কালারমারছড়ার চালিয়াতলী থেকে আকাশ মনি ও গর্জন গাছ উদ্ধার 

সরওয়ার কামাল মহেশখালীঃ ২৯মার্চ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী থেকে আকাশ মনি ও গর্জন গাছ উদ্ধার করা হয়েছে। ২৯ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর ও কালারমারছড়ার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোঃ নুর আলম মিয়ার নেতৃত্বে বিটের একদল টিম অভিযান চালিয়ে আকাশ মনি ও গর্জন গাছ উদ্ধার করা হয়। এব্যাপারে শাপলাপুর ও কালারমারছড়ার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোঃ নুর আলম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গভীর রাতে চালিয়াতলী এলাকা থেকে আকাশ মনি ও গর্জন গাছ উদ্ধার করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বের খবরটিসিজেএ’র মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তারা
পরবর্তি খবরভেজাল ‘হ্যালোথেন’ দিয়ে অজ্ঞান, ফিরে না জ্ঞান