আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বলে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস আধানম ঘেব্রেয়েসাস। এক বিবৃতিতে তিনি বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এখনই থামানো উচিত। এই ভাইরাস রোধে বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় হয়ে গেছে।
বিবিসি বলছে, টানা দ্বিতীয় দিনের মতো চীনের বাইরে এর আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে। ইরান ও ইটালিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাওসেম এবতেকার আক্রান্ত হয়েছেন।
ডা. টেডরস বলেন, চীনের বাইরের পরিস্থিতি এখন আরো বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী ৫০টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার মানুষ ও নিহত হয়েছে ২ হাজার ৮শ।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, টানা দ্বিতীয় দিনের মতো চীনের বাইরে এর আক্রান্তের সংখ্যা রেকর্ড করেছে। ইরান ও ইটালিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাওসেম এবতেকার আক্রান্ত হয়েছেন।