করোনায় ৩০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে, ১০ হাজার ২৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪ জন। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়, ১ লাখ ২৪ হাজার ২১৭। ডোনাল্ড ট্রাম্পের দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৯০ জন। সেরে উঠেছেন ১ হাজার ৯৫ জন।

সিএনএন বলছে, করোনায় আক্রান্ত হওয়া ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ‘ভালো’ আছেন। দেশবাসীকে লেখা চিঠিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। জনসনের দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩১২ জন। মারা গেছেন ১ হাজার ২১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫১ জন।

নিউজিল্যান্ডে শনিবার প্রথম একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই নারীর বয়স ৭০’র উপরে।

যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৭৭ জন মানুষ।

শনিবার পর্যন্ত বাংলাদেশে মোট ৪৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।