কক্সবাজার পৌর নির্বাচন -নৌকার টিকিট পেলেন মাহবুবুর রহমান

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী৷

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় কক্সবাজার পৌরসভাতে নৌকা পেলেন মাহাবুবুর রহমান চৌধুরী৷
এর আগে বুধবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে, শেষ দিনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ জন নেতাকর্মী মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন।
কক্সবাজার পৌরসভার মেয়র পদে নৌকা চেয়ে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মুজিবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, বর্তমান প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মাসেদুল হক রাশেদ, রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হওয়া মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটানা তিন বার নির্বাচিত কাউন্সিলর এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি। মোঃ মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাতকানিয়া নিবাসী, বর্তমানে কক্সবাজার শহরের চউল বাজার এলাকায় বসবাসরত সাবেক ব্যাংকার আবদুল মাবুদ চৌধুরীর সন্তান।

প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী ১৫ মে মনোনয়নপত্র দাখিল, ১৮ মে মনোনয়নপত্র বাছাই, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ জুন সোমবার ভোট গ্রহণ করা হবে।

পূর্বের খবরউপরে আগুন, নিচে পানি, ধোঁয়ায় সব শেষ!
পরবর্তি খবরযুক্তরাষ্ট্র ফেয়ার ইলেকশন চায়, আমরাও চাই: পররাষ্ট্রমন্ত্রী