কক্সবাজারে সংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই—জিপি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সরকারি ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও এ সংক্রান্ত তথ্য প্রাপ্তি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সোমবার (০৬ জুন) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আইএমই বিভাগের সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইম্যাপ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় যুগ্ম—সচিব আইএমইডি’র সিপিটিইউ পরিচালক মোঃ আজিজ তাহের খান।

প্রধান অতিথি সরকারি ক্রয়ের ক্ষেত্রে পালনীয় বিভিন্ন ধাপ ও ই—জিপির বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে ই—জিপি সাইট থেকে সাংবাদিকরা কিভাবে তথ্য ব্যবহার করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে সরকারি ক্রয়ে সামাজিক সচেতনতা, সিটিজেন পোর্টাল ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করা হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ—সচিব আইএমইডির সিপিটিইউ মোঃ নাছিমুর রহমান শরীফ, বিশ^ব্যাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশিয়ালিস্ট এ. এন. এম. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এর ডিপুটি ডিরেক্টর মেহের আফরোজ।

বক্তারা বলেন, ‘ই—জিপি এখন আর নতুন নয়। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের সর্বোত্তম ব্যবহারে ই—জিপির বিকল্প নেই। তাছাড়া সিস্টেমকে দোষারোপ না করে স্বচ্ছ চিন্তা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তনই পারে ই—জিপির সফল বাস্তবায়ন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ই—জিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

প্রশ্নত্তোর ও মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা স্বত:স্ফূর্তভাবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ই—জিপি’সহ সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করেন। প্রধান অতিথি উত্থাপিত প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে অংশ নেন।

কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন এবং সরকারি ক্রয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে সক্রিয়ভাবে তাদের মতামত উপস্থাপন করেন।

ডাইম্যাপ প্রকল্পের আওতায় সিপিটিইউ এর পরামর্শক প্রতিষ্ঠান বিসিসিপি এর সহায়তায় সংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই—জিপি বিষয়ক কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালার সার্বিক উপস্থাপনা করেন বিসিসিপির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম।

পূর্বের খবরচমেক হাসপাতালে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ৩৩
পরবর্তি খবরকুয়েতের সুপার স্টোর থেকে সরিয়ে ফেলা হলো ভারতীয় পণ্য