মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলেছে, ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে -এমন কোনো প্রমাণ বা ইঙ্গিত তাদের হাতে নেই। গতকাল (শনিবার) দ্যা ফাইনান্সিয়াল টাইমস আয়োজিত একটি সম্মেলনে সিআইএ পরিচালক বিল বার্নস এ মন্তব্য করেন।
পশ্চিমা গণমাধ্যম বেশ কিছুদিন ধরে এমন ধারণা দিয়ে আসছে যে, ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। বিল বার্নস বলেন, “বর্তমান অবস্থায় আমরা গোয়েন্দা সম্প্রদায় হিসেবে এমন কোনো প্রমাণ দেখিনি যে, রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র মোতায়েন বা ব্যবহারের কোনো পরিকল্পনা করছে।”
সিআইএ পরিচালক বিল বার্নস
শুক্রবার রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনে পরমাণু অস্ত্র মোতায়েনের কোনো ইচ্ছা মস্কোর নেই। তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যমে এ বিষয়ে যেসব খবর প্রচার করছে তা ইচ্ছাকৃত মিথ্যা।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নাজিবাদ মুক্ত করার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান শুরু করেন। ধীরে ধীরে পশ্চিমা গণমাধ্যম সেখানে রাশিয়ার সম্ভাব্য পরমাণু হামলার বিষয়টিকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।#
পার্সটুডে/এসআইবি/০৮