আশরাফ ঘানি আগাগোড়া পাগল এবং ভণ্ড: ডোনাল্ড ট্রাম্প

গত মঙ্গলবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে সাংবাদিক শন হ্যানিটির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় না, সাম্প্রতিক ইতিহাসে যুক্তরাষ্ট্র আর কখনো এতটা অপমানিত হয়েছে। আমি বুঝতে পারছি না, এটাকে সামরিক পরাজয় বলবো নাকি মানসিক পরাজয় বলবো।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, বাইডেনের চেয়ে খারাপভাবে কেউ সেনা প্রত্যাহারের নেতৃত্ব দেয়নি। আর আশরাফ ঘানিকে কখনোই আমার যোগ্য নেতা মনে হয়নি। আমার মনে হয়, সে আগাগোড়াই একজন পাগল ও ভণ্ড।