ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সফরসঙ্গীর সন্ধানের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। তবে মানবন্ধন শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়।
মনববন্ধনে অংশ নেয় ‘সচেতন নাগরিক সমাজ’-এর অন্যতম সমন্বয়ক আলহাজ হাফেজ ক্বারী মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবীরুদ্দীন, মুহাম্মাদ জামিল সিদ্দিকীসহ সচেতন নাগরিকরা।
তারা বলেন, আজ আট দিন হলো তাদের কোনো খোঁজ মেলেনি। প্রশাসনেরও জোরদার কোনো তৎপরতা চোখে পড়ছে না। এ অবস্থায় সারা দেশের ধর্মপ্রাণ সচেতন মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়ছে।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সফরসঙ্গীদের কোনো কিছু হলে সেটি কারো জন্যই শুভকর হবে না বলেও তারা উল্লেখ করেন। তারা অবিলম্বে নিখোঁজদের সন্ধান দাবি করেন।